Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৯

জমির শ্রেণী বিন্যাস

প্রতিরক্ষা বিভাগীয় জমির শ্রেণী বিন্যাস

 

“১৯৩৭ সালের সি এল এ-রুলস”-৪ ধারা মোতাবেক সামরিক জমির ব্যবহার অনুযায়ী ‘এ’, ‘বি’, ও ‘সি’ শ্রেণীতে বিভক্ত করা হয়।

          ‘এ’ শ্রেণীঃ প্রতিরক্ষা বিভাগীয় যে জমিতে সুনির্দিষ্ট সামরিক কার্যক্রম পরিচালিত ও সংরক্ষিত রাখা হয়। উক্ত রূপ জমি এ শ্রেণীর অন্তর্গত। উক্ত রূপ জমি সামরিক বাহিনীত্রয় কর্তৃক সরাসরি ব্যবহৃত হয়। এই জমির রক্ষণাবেক্ষন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়টি সরাসরি সামরিক বাহিনী কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় [ ধারা-১৪ উপধারা ৫(ii) ]।

 

          উল্লেখ্য যে, অত্র দপ্তরের আওতাধীন ‘এ’ শ্রেণী জমির হিসাব বিবরণী নিম্নরূপঃ-

 

ক্রমিক নং

বাহিনীর নাম

জমির পরিমান

১।

সেনাবাহিনী

১০১৪৮.২২৩১ একর

২।

নৌবাহিনী

৩১৯.৩৯ একর

৩।

বিমান বাহিনী

২৩৩৬.৩৩১ একর

সর্বমোট

১২৮০৩.৯৪৪১ একর

 

‘বি’ শ্রেণীঃ প্রতিরক্ষা বিভাগীয় যে জমি তাৎক্ষনিক ভাবে সামরিক প্রয়োজনে ব্যবহৃত হয় না কিন্তু ভবিষ্যৎ সামরিক কার‌্যাবলীর প্রয়োজনে সংরক্ষিত রাখা হয় এবং যাহার নিয়ন্ত্রন সরকারের উপর ন্যাস্ত থাকে। উক্ত রূপ জমি মন্ত্রনালয়/সরকারের প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট এম ই ও কর্তৃক নিয়ন্ত্রীত হয়ে থাকে।

 

          উল্লেখ্য যে, অত্র দপ্তরের আওতাধীন মোট ১১৯১.২৬১ একর ‘বি’ শ্রেণীর জমি রয়েছে(ডিওএইচএস এর জমিসহ)।

 

          ‘সি’ শ্রেণীঃ প্রতিরক্ষা বিভাগীয় যে জমি ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট এ্যাক্ট এর ১০৮ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ক্যান্টমেন্ট বোর্ডের নিকট অর্পিত হয় উহা ‘সি’ শ্রেণীর অন্তর্গত। উক্ত জমি মন্ত্রনালয়/সরকারের প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক নিয়ন্ত্রীত হয়ে থাকে। সরকারী অনুমোদনে জমির শ্রেণী সি শ্রেণীতে রূপান্তরের পর তা সাধারণত বাজার এলাকা, ক্যান্ট বোর্ড নিয়ন্ত্রিত স্কুল, রোড বার্ম এলাকা ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়।

 

          উল্লেখ্য যে, অত্র দপ্তরের আওতাধীন মোট ১৪৭.৯৪৭ একর ‘সি’ শ্রেণী জমি রয়েছে।

 

          উল্লেখিত তিন শ্রেণীর জমির মধ্যে ‘এ’ ও ‘বি’ শ্রেণীর জমির প্রত্যক্ষ ব্যবহার অনুযায়ী উপ-শ্রেণীতে

(Sub-Class) বিভক্ত করা হয়।

          সি এল এ-রুলের ৩ ধারা মোতাবেক প্রস্তুতকৃত জি, এল আর-এ প্রতিরক্ষা বিভাগীয় জমির শ্রেণী অনুযায়ী “নির্ধারিত ফরমে” লিপিবদ্ধ/রেকর্ড সংরক্ষিত থাকে।